Apan Desh | আপন দেশ

ঈদের আগে ইতিহাস গড়ল সোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২৫, ৭ এপ্রিল ২০২৪

ঈদের আগে ইতিহাস গড়ল সোনা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন নতুন রেকর্ড করছে সোনা। আসছে পবিত্র ঈদুল ফিতর। এর আগে আরও এক ধাপ দাম বেড়েছে সোনার। এখন থেকে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চ। রোববার (৭ এপ্রিল) থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবশেষ ঘোষণা অনুযায়ী, এ দফায় সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

চলতি বছর এ নিয়ে ৬ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

এদিকে, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে সোনার দাম অবস্থান করছে ২ হাজার ৩২৯ দশমিক ২০ ডলারে। প্রতি আউন্স সোনার দাম একদিনে ৩৮ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়