Apan Desh | আপন দেশ

বীমাখাতে কর্মজীবীদের ঈদ খুশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:১৮, ১৪ এপ্রিল ২০২৪

বীমাখাতে কর্মজীবীদের ঈদ খুশির

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটি পেয়েছে বীমা খাত। আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হবে।

শুরু থেকেই বীমা খাত নিয়ে মানুষের মাঝে নানা রকম সমালোচনা রয়েছে। তবে সমালোচনা থাকেলেও এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে ভালো সময় কাটাচ্ছেন এ খাতের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বীমাশিল্প অন্যতম। তবে আস্থা ও ভাবমূর্তি সংকটে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। কোম্পানিগুলো গ্রাহককে ঠিকমতো বীমা দাবি পরিশোধ না করায় এ খাতে ইমেজ সংকটের সৃষ্টি হয়েছে। বীমার ওপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না। ফলে বৈশ্বিক বীমাশিল্পের তুলনায় বাংলাদেশের বীমাশিল্প খুব নগণ্য। অপেশাদার লোক দিয়ে এ খাতের সম্প্রসারণ হয়েছে। এখানে অনৈতিক চর্চা চলছে। আবার বীমা কর্মীরা ঠিকভাবে বেতন-বোনাস পান না। তবে এবারের ঈদুল ফিতরে বীমা খাতের কর্মীরা ঠিকভাবে বেতন-বোনাস পেয়েছেন। ফলে পরিবার-পরিজন নিয়ে আনন্দচিত্তে সময় কাটিয়েছেন তারা। আজ পহেলা বৈশাখেও তারা পরিবার-পরিজনকে সময় দিচ্ছেন।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মামুনুর রশিদ আপন দেশকে জানান, রিলায়েন্স ইন্স্যুরেন্সে কর্পোরেট কালচার মেইনটেইন করা হয়। এ কোম্পানির ম্যানেজমেন্ট এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় ও আন্তরিক। বরাবরের মতো এবারও আমরা ঠিকভাবে বেতন-বোনাস পেয়েছি। ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের অনেক আগেই আমরা বোনাস পেয়েছি। পাশাপাশি মার্চ মাসের বেতনও আমরা ঈদের আগে পেয়েছি।

রুপালি লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বলেন, আমাদের কোম্পানিতে বেতন-বোনাসের কোন সমস্যা নেই। এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে বেতনের ৫০ শতাংশ বোনাস পেয়েছি। আমাদের অন্যান্য স্টাফরাও ঠিকভাবে বেতন বোনাস পেয়েছেন।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নুর উল আলম আপন দেশকে জানান, আমাদের বেতন-বোনাসের কোনো ঝামেলা নেই। আগামীকাল থেকে আবারও অফিস শুরু হবে আগের সময়সূচি অনুযায়ী। ঠিকভাবে বেতন-বোনাস পেলে কাজে মনোযোগ দেয়া যায়। আগামীকাল থেকে নতুন উদ্যমে শুরু করবো অফিস।

আপন দেশ/টি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়