Apan Desh | আপন দেশ

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ২১ এপ্রিল ২০২৪

আপডেট: ০০:৩৭, ২২ এপ্রিল ২০২৪

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার

ফাইল ছবি

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ছয় কোটি ৭৪ লাখ ডলার। প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ করা গেলেও এবার তেমনটি দেখা যায়নি।

রোববার (২১ এপ্রিল) প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এসেছে। আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংক সাত কোটি ৯০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৯ লাখ ৩০ হাজার ডলার এনেছে।

গত মার্চ মাসের প্রথম ১৯ দিনে এসেছিল ১২২ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছিল। গত ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি সাত লাখ ডলারের প্রবাসী আয় আসে। এর আগের ২০২১-২২ অর্থবছরে আয় আসে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়