Apan Desh | আপন দেশ

খোলাবাজার থেকে ডলার ‘উধাও’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ৯ মে ২০২৪

খোলাবাজার থেকে ডলার ‘উধাও’

ছবি: সংগৃহীত

দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকার বিপরীতে ডলারের দাম একলাফে ৭ টাকা বেড়েছে। ফলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। এতে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দর বেড়েছে, ফলে খোলাবাজারেও ডলারের দাম ঊর্ধ্বমুখী।

বুধবার (৮ মে) খোলাবাজারে ডলার প্রতি বিক্রি হয়েছিল ১১৬ থেকে ১১৭ টাকায়। আজ বৃহস্পতিবার নগদ ডলারের দর একলাফে আরও ৮ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। কিন্তু, দাম বাড়লেও ক্রেতারা চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না।

ডলার বিক্রেতারা জানান, খোলাবাজারে ডলার বিক্রির চেয়ে বিক্রেতাদের মনোযোগ বেশি কেনার প্রতি। সবাই চাচ্ছে গ্রাহক কাছ থেকে কম দামে ডলার কেনা যায় কিনা। তবে বিক্রির ক্ষেত্রে ১২৫ টাকার নিচে কেউ দিচ্ছে না। আগামী কয়েকদিন এমন অবস্থান চলবে বলেও ধারণা তাদের। তবে এদিন ব্যবসায়ীরা গ্রাহকদের থেকে সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার কিনছেন।

আরও পড়ুন>> একলাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা

খোলাবাজারের বিক্রেতা সুমন। তিনি বলেন, আমার কাছে গ্রাহকদের বিক্রির জন্য ডলার নেই। কেউ যদি তার কাছে বিক্রি করে তাহলে ১২১ টাকা রেট দেবেন, কিনলেই বা রেট কত? জানতে চাইলে বলেন, ডলার নেই, রেট দেব কীভাবে?

এদিকে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগ সূত্রে জানা গেছে, যেসব শাখায় ডলার আছে তারা খুচরা বিক্রি করছে। তবে যে কেউ গেলেই ডলার পাবেন না- নিজস্ব ও পরিচিত গ্রাহককেই শাখাগুলো ডলার দিচ্ছে। আজকে বেশিরভাগ ব্যাংক খুচরায় প্রতি মার্কিন ডলার বিক্রি করেছে ১১৮ টাকায়।

অন্যদিকে খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। বুধবার ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়