Apan Desh | আপন দেশ

সোনার ভরি ১ লাখ ২০ হাজার টাকা ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ১৯ মে ২০২৪

সোনার ভরি ১ লাখ ২০ হাজার টাকা ছুঁই ছুঁই

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম একদিনের ব্যবধানে বেড়েছে ১ হাজার ৮৪ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা হয়েছে। রোববার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৮০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৮০ হাজার ৮৬৬ টাকায় বিক্রি করা হবে।

এর আগে, গত এপ্রিলে ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়