Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে চিনির দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২৩ মে ২০২৪

বিশ্ববাজারে চিনির দাম কমেছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম নিম্নমুখী হয়েছে। বুধবার (২২ মে) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির আগামী জুলাইয়ের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ১৮.৫৪ সেন্টে।

একই কর্মদিবসে সাদা চিনির আগামী আগস্টের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৫৪৪ ডলার ২০ সেন্টে।

বিক্রেতারা বলেন, বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিল। দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলে জোরকদমে আখ কাটা শুরু হয়েছে। বিশ্ববাজারকে যা ক্ষণাত্মক অবস্থায় ফেলেছে। যদিও ব্রাজিলে শুষ্ক আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে।

ডিলাররা বলেন, গত সপ্তাহে বিগত ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল চিনির বৈশ্বিক মূল্য। পাউন্ডপ্রতি দাম দাঁড়িয়েছিল ১৭.৯৫ সেন্টে। সেখান থেকে অবশ্য চলতি সপ্তাহে বিশ্ববাজার ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে কয়েক কর্মদিবসে ভোগ্যপণ্যটির দাম বেড়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়