Apan Desh | আপন দেশ

‘আইএমএফের তৃতীয় কিস্তি পাওয়া যাবে জুনে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২৬ মে ২০২৪

‘আইএমএফের তৃতীয় কিস্তি পাওয়া যাবে জুনে’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই। কিস্তির ৪.৭ বিলিয়ন ডলার এ জুনেই পাওয়া যাবে। ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না। ক্রলিং পেগ করা হয়েছে। আইএমএফ এতে খুশি। বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সবকিছুই আলোচনার মাধ্যমে হবে। তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি- এ কথা আইএমএফের নির্বাহী পরিচালক আমাদের জানিয়েছেন।

জুনে আইএমএফের তৃতীয় কিস্তির টাকা পাওয়া যাবে কিনা, সাংবাদিকরা জানতে চাইলে আবুল হাসান মাহমুদ আলী বলেন, জুনেই তারা দেবে। সেখানে বাধা তো নেই।

তিনি বলেন, সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে। মানুষের জীবন যাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে, সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে। এ বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে, সেই বাধা আমরা মোকাবেলা করবো।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে। ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না। যেহেতু ক্রলিং পেগ করা হয়েছে। আইএমএফ এতে খুশি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়