Apan Desh | আপন দেশ

রফতানিতে উৎসে কর ০.৫০ শতাংশ চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ১ জুন ২০২৪

রফতানিতে উৎসে কর ০.৫০ শতাংশ চায় বিজিএমইএ

ছবি: সংগৃহীত

রফতানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করতে বলছে সংগঠনটি। একই সঙ্গে এ সুবিধা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালীনও স্বস্তিতে থাকবে বলে জানায় বিজিএমইএ।

শনিবার (১ জুন) রাজধানীর একটি হোটেলে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানান বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত কার্যকরের দাবি জানাই। এটি কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালীনও স্বস্তিতে থাকবে। আমাদের রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো শূন্য দশমিক ৫ শতাংশ করে, আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর করা হোক। একই সঙ্গে প্রণোদনার জন্য দেয়া নগদ অর্থ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানাই।

আরও পড়ুন>> নতুন বাজারে পোশাক রফতানি বেড়েছে ১০ শতাংশ

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা চাই ২০২৯ সাল পর্যন্ত ইনসেনটিভ অব্যাহত রাখা হোক। পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা হোক। আসন্ন বাজেটে রফতানির স্বার্থে অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির ওপর কর রেয়াত এবং এসব পণ্য বিকল বা নষ্ট হলে প্রতিস্থাপনর জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ দেয়া যুক্তিযুক্ত। 

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দ ও নন-কটন পোশাক রফতানি ও বিনিয়োগে সহায়তা দেয়া প্রয়োজন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের পোশাক শিল্পের জন্য প্রস্তাবিত এসব সুবিধা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়