Apan Desh | আপন দেশ

খাদ্য মূল্যস্ফীতি ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ৩ জুন ২০২৪

খাদ্য মূল্যস্ফীতি ফের বাড়ল

ফাইল ছবি

চলতি বছরের মে মাসে দেশের মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসে মূল্যস্ফীতি ০.১৫ শতাংশ বেড়ে ৯.৮৯ শতাংশে দাঁড়িয়েছে। গত এপ্রিলে যা ছিল ৯.৭৪ শতাংশ। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১০.৭৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে যা ছিল ১০.২২ শতাংশ।

সোমবার (৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ আর্থিক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০.৭৬ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.১৯ শতাংশ।

আরও পড়ুন>> খাদ্য মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কার সাফল্য, পিছিয়ে বাংলাদেশ

গ্রামীণ অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে উচ্চতর মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে। শহর এলাকায় মুদ্রাস্ফীতি ৯.৯৯ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯.৭২ শতাংশ।

শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০.৮৬ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০৩ শতাংশ, গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০.৭৩ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯.৩১ শতাংশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়