Apan Desh | আপন দেশ

শাস্তির মুখে জাপানের পাঁচ কোম্পানি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ৫ জুন ২০২৪

শাস্তির মুখে জাপানের পাঁচ কোম্পানি

ফাইল ছবি

নতুন মডেলের গাড়ির অনুমোদন নিতে প্রতারণার আশ্রয় নেয়ায় শাস্তির মুখে পড়েছে জাপানের পাঁচটি কোম্পানি। এর মধ্যে টয়োটা ও সুজুকির মতো নামি প্রতিষ্ঠান রয়েছে। শাস্তির ফলে কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে। খবর নিক্কেই এশিয়া।

প্রতারণার অভিযোগ ওঠা গাড়ি ও বাইক নির্মাতাদের মধ্যে আরও রয়েছে মাজদা, ইয়ামাহা ও হোন্ডা। কোম্পানিগুলো নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষায় লাইন্সেস পেতে প্রতারণার আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে গাড়ি ও মোটরবাইকের নির্দিষ্ট কিছু মডেলের শিপমেন্ট বাতিল করেছে জাপান সরকার।

সম্প্রতি গাড়ি ও যন্ত্রাংশ নির্মাতা ৮৫টি কোম্পানির বিরুদ্ধে নিরাপত্তাসংক্রান্ত প্রতারণার অভিযোগ ওঠে। এরপর সরেজমিনে তদন্তে নামে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়। 

অনুসন্ধান শেষে চলতি সপ্তাহে তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত কোম্পানিগুলো এমন অনিয়মে জড়িত ছিল, যা ভোক্তাদের বিশ্বাস ভঙ্গ করে। একই সঙ্গে গাড়ির অনুমোদনসংক্রান্ত পদ্ধতিকেও প্রশ্নবিদ্ধ করেছে কোম্পানিগুলোর কর্মকাণ্ড।

আরও পড়ুন>> সোনা-হীরা চোরাচালানে পাচার ৯১ হাজার কোটি টাকা

মন্ত্রণালয় বলছে, টয়োটা, মাজদা ও ইয়ামাহা নির্দিষ্ট মডেলের গাড়ি উৎপাদনের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছে। ফলে মন্ত্রণালয় থেকে ছয়টি নির্দিষ্ট গাড়ির শিপমেন্ট বাতিল করতে বলা হয়েছে। গুণগত মান নিশ্চিতের আগ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এ আদেশের পর করোলা ফিল্ডার, করোলা এক্সিও এবং ইয়ারিস ক্রস মডেলের গাড়ির স্থানীয় শিপমেন্ট ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় টয়োটা।

বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, এসব মডেল অনুমোদনের জন্য জমা দেয়া নথিতে পথচারী ও আরোহীদের নিরাপত্তা পরীক্ষার যথেষ্ট তথ্য সংযুক্ত করা হয়নি। একইভাবে দ্য ক্রাউন, আইসিস, সিয়েন্টা ও আরএক্স মডেলের গাড়ি উৎপাদন না করার ঘোষণাও দেয়া হয়েছে।

তদন্ত কমিটির তথ্য বলছে, মাজদা পাঁচটি মডেলের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছে। এর মধ্যে দুটি মডেল এখনো উৎপাদন পর্যায়ে রয়েছে। ইয়ামাহা কারখানায় থাকা একটিসহ তিনটি মডেলে অনিয়ম করেছে। অন্যদিকে হোন্ডা ২২টি ও সুজুকি একটি মডেলের ক্ষেত্রে অনিয়ম করেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়