Apan Desh | আপন দেশ

ছাগল পালনে মিলবে ৪ শতাংশ সুদে ঋণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ২৭ জুন ২০২৪

আপডেট: ১৮:৫১, ২৭ জুন ২০২৪

ছাগল পালনে মিলবে ৪ শতাংশ সুদে ঋণ

ছবি: সংগৃহীত

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এ তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক। একই সঙ্গে এ তহবিল থেকে এখন ছাগল, ভেড়া, গাড়ল (ভারতীয় জাতের ভেড়া) পালন করতেও ঋণ নেয়া যাবে।

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেটি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটির চাহিদা রয়েছে। ফলে স্কিমটির আওতায় ব্যাংকের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন>> আলু ৭০ টাকা কেজি স্বাভাবিক: প্রতিমন্ত্রী

একই সঙ্গে অধিকসংখ্যক প্রকৃত চাষি ও খামারি যেন উপকৃত হয়, সেজন্য ইতোমধ্যে স্কিমটির আওতাভুক্ত খাতগুলোর পাশাপাশি কন্দাল ফসল চাষ এবং ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গাচাষি ও ফসল (ধান, শাক-সবজি, ফুল ও ফল) চাষের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে। তবে গরু-ছাগল পালনসহ প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ রয়েছে। ঋণ পরিশোধে কৃষক বা গ্রাহক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাস সময় পাবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি, যা অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়