ছবি: সংগৃহীত
দেশে বর্তমানে সাড়ে ৩ কোটি বিদ্যুতের মিটার রয়েছে। যার মধ্যে ৫ লাখ মিটারে ত্রুটি রয়েছে। এমনও মিটার রয়েছে, যা বিদ্যুৎ সংযোগ ছাড়াই ঘোরে। এমন একটি মিটার নিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদীয় কমিটির বৈঠকে আসেন সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এমপি তানভীর শাকিল জয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, ওমর ফারুক ও কানন আরা বেগম।
বৈঠকে ভূতুড়ে বিদ্যুৎ বিল, প্রি-পেইড ও পোস্টপেইড মিটারের ত্রুটি নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। এ সময় একাধিক সদস্য গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে অভিযোগ তোলেন।
তারা বলেন, বিভিন্ন জায়গায় ব্যবহারের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসে। বিল সংশোধন করতে গেলে গ্রাহকরা হয়রানির শিকার হন। এগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ করেন সদস্যরা। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্যও বলা হয়।
কমিটির সদস্য কানন আরা বেগম বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এখনও শতভাগ প্রি-পেইড মিটার হয়নি। তাই কিছু ত্রুটি রয়েছে। এছাড়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু মিটার বিদ্যুৎ না থাকলেও ঘোরে।
বৈঠকে মিটার নিয়ে উপস্থিত হওয়া প্রসঙ্গে তানভীর শাকিল জয় বলেন, তার নির্বাচনী এলাকার কিছু গ্রাহক তাকে এ মিটার দিয়েছেন। তারা দেখিয়েছেন সংযোগ না থাকলেও লাইট জ্বলছিল। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে লাইট জ্বলতে পারে। তার মানে এ নয়, এর বিল উঠেছে।
তিনি বলেন, বিষয়টি গ্রাহকদের জানাতে হবে। কারণ, তাদের মনে বিভ্রান্তি আছে। মন্ত্রণালয় বলেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সারাদেশের বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে বলে কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। যা মেরামত করা হচ্ছে বলে উল্লেখ করে আগামী দু-তিন দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়।
এছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যাঘাত হচ্ছে বলেও কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
জিয়াউর রহমান বলেন, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মানুষ যাতে শতভাগ সেবা পায়, সে সুপারিশ করেছে কমিটি।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।