Apan Desh | আপন দেশ

১০ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ১ আগস্ট ২০২৪

১০ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স জুলাইয়ে

ফাইল ছবি

রেমিট্যান্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে সদ্যবিদায়ী জুলাই মাসে। গত মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার। এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার।

অন্যদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসের রিজার্ভের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০ কোটি কমে ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে নেমেছে। যা জুন মাসে ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। আর নিট রিজার্ভ কমে ১৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার। আগের মাস জুনে এর পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার। এর মানে আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৬৪ কোটি ডলার, যা প্রায় ৩৪ শতাংশ কম।

এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের প্রথম ৩ সপ্তাহে গড়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর ২১ থেকে ৩১ জুলাই এসেছে ৪৭ কোটি ৯৭ লাখ ডলার। এর মধ্যে ৩১ জুলাই এক দিনেই এসেছে ১২ কোটি ডলার।

গত তিন বছরের মধ্যে একক মাস হিসেবে গত জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে একক মাস হিসেবে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

এদিকে রেমিট্যান্সের দাম বাড়ানোর মৌখিক নির্দেশনা দেয়ার পর এবার পূর্বনির্ধারিত হারের বেশি অর্থ পরিশোধ না করার জন্য ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের ডেকে রেমিট্যান্স ডলার কেনার জন্য ১১৮ টাকার বেশি অর্থ প্রদান না করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা লঙ্ঘন করলে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই শাস্তির কথাও বলা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়