ফাইল ছবি
নিত্যপণ্যবাজারে কিছুটা স্বস্তি মিলেছে। গত সপ্তাহ থেকে সরবরাহ সচল হওয়ার কারণে অনেকটাই কমে গেছে নিত্যপণ্যের দাম। আন্দোলনের প্রভাব আস্তে আস্তে কমছে। স্বস্তি বোধ করছে সাধারণ মানুষ।
শুক্রবার (২ আগস্ট) রাজধানীর খিলগাঁও, শান্তিনগর, সিপাহীবাগ কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, ফুলকপির কেজি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপির কেজি ৮০ থেকে ১০০ টাকা, লালশাক এক মুঠো ১০ টাকা, পুইশাক এক মুঠো ২০ টাকা ও লাউ শাক প্রতি মুঠো ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও, প্রতিকেজি আলু ৬০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, লাউ আকার ভেদে ৭০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেরস ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, পটল ৫০ টাকা, শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শিং মাছ কেজি প্রতি ৪৫০ থেকে ৬০০ টাকা, রুই মাছ ২৮০ থেকে ৪৫০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, ইলিশ মাছ ৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত, তেলাপিয়া মাছ ১৮০ থেকে ২০০ টাকা, সরপুঁটি মাছ ১৫০ থেকে ২০০ টাকা, কাতলা মাছ ৩৫০, আকারভেদে চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, লেয়ার কেজি ৩৮০ টাকা এবং সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি মুরগি ৬৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা করে।
সগির আলী নামের ক্রেতা বলেন, দুই সপ্তাহ আগে শাক-সবজি, মাছ-মাংসে হাত দেয়া যেত না। প্রচুর দাম ছিল। তবে গত সপ্তাহ থেকে দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম আরেকটু কমে গেছে। মনে হচ্ছে কিছুটা স্বস্তির মধ্যে ফিরছে।
তিনি আরও বলেন, গত শুক্রবার তেলাপিয়া মাছ কেজি দরে বিক্রি করা হয়েছে ২০০ থেকে ২২০ টাকা করে। কিন্তু, আজকে মাত্র ১৮০ টাকা করে মাছ কিনেছি। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে গত শুক্রবারের তুলনায় আজকে ৩০ টাকা করে কম রেখেছে। ১৩০ টাকার পেঁয়াজ এখন ১১০ টাকা করে কিনতে পারছি।
কাউসার নামের একজন ব্যবসায়ী বলেন, গত শুক্রবারের আগে কারফিউ জারির কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা ছিলনা বললেই চলে। তবে গত শুক্রবার থেকে আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে। আজকে দাম অনেক কমে গেছে।
আপন দেশ/পিএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।