ফাইল ছবি
স্বৈরসরকার বিতাড়নের পর সড়ক-মহাসড়ক চাঁদাবাজমুক্ত হচ্ছে। ব্যবসায়ীদের দিতে হচ্ছে না কোনো চাঁদা। ফলে কমতে শুরু করেছে শাক-সবজিসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম। বাজারে ফিরে এসেছে স্থিতিশীলতা। এমনটাই জানিয়েছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা।
শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর, কারওয়ানবাজার, সেগুবাগিচা কাঁচাবাজার,মগবাজার ও খিলগাঁও রেলগেট এলাকার বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
আমাদের প্রতিবেদকদের তথ্যমতে, কাঁচা শাক-সবজির মধ্যে পুঁইশাক প্রতি মুঠো ২৫ টাকা, কলমি শাক ১০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, বেগুন প্রকারভেদে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পেপে ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শশা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, কাঁচামরিচ ২৪০ থেকে ২৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, লাউ ৮০ টাকা, পটল ৫০ টাকা, গাজর ১৬০ টাকা, করলা ৮০ টাকা, কুমড়া ৫০ টাকা ও ফুলকপি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এছাড়াও মাছ বাজার ঘুরে দেখা যায়, কৈ মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৪২০ টাকা, শিং ৫০০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা, সরপুঁটি ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা ও তেলাপিয়া ২২০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি আলু ৬০ টাকা, পেয়াজ ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
ব্যবসায়ীরা জানান, সরকার পতনের অস্থিতিশীলতা কাটিয়ে স্থিতিশীল হচ্ছে বাজার। সেই সঙ্গে পণ্যের সরবরাহও বাড়ছে। বাজারে দাম কমেছে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের। এছাড়াও সড়ক-মহাসড়কগুলোতে কোনো চাঁদা দিতে হচ্ছে না।
ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কিছুটা কম। বাজারে বেশি শাক-সবজি আসার কারণে দাম কমেছে।
বাজার করতে আসা মো. নায়েবুল ইসলাম নামের ক্রেতা বলেন, এ সপ্তাহে দাম কিছুটা কমই মনে হচ্ছে। টমেটো ও গাজরের দামও কমেছে। পটল, কাকরোল, চিচিঙ্গা, কলমি শাক, পুঁইশাকের দাম গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা করে কমেছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।