Apan Desh | আপন দেশ

খেলাপি ঋণ বাড়ল ৬৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

খেলাপি ঋণ বাড়ল ৬৬ হাজার কোটি টাকা

ফাইল ছবি

খেলাপি ঋণ গোপন করার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বৃদ্ধিতে আগের সব রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬ হাজার কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত জুন শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এর মানে মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ খেলাপি।

গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা ছিল ১১ দশমিক ১১ শতাংশ। এপ্রিল-জুন সময়ে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা।
 
আর গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এর মানে বছরের প্রথম তিন মাসে বেড়েছিল ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা।

আপন দেশ/এমবি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়