ছবি: সংগৃহীত
দেশে সজনে ডাঁটার চাহিদা রয়েছে। তাই এ চাহিদা মেটাতে পাঁচ মাস পর ভারত থেকে আবার আমদানি শুরু করল বাংলাদেশ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এ আমদানি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ১৫ মেট্রিক টন সজনে ডাঁটা ভারতীয় দুটি ট্রাকে করে হিলির স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। উল্লেখ্য, আমদানির জন্য ১০০ মেট্রিকটন সজনে ডাঁটা এলসি করা হয়েছে। সজনে ডাঁটা একটি ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠানই আমদানি করছে। এ বন্দরের সীমান্ত সংলগ্ন এলাকার ফাতেমা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক এলাকা থেকে এসব সজনে ডাঁটা আমদানি করে আসছে।
এ নিয়ে হিলি স্থলবন্দর আমদানিকারক জানিয়েছেন, দেশের বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে আবারো এটি আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে দুটি ট্রাকে ১৫ মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করা হয়েছে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।