ফাইল ছবি
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সাঈদ আলী। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব ছিলেন তিনি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ই-ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সম্প্রতি ই-ক্যাবের ২০২২-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি), সহ সভাপতি ও পরিচালকসহ ১১ জন পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ পত্রগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন মহাপরিচালকের কাছে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
ই-ক্যাব ২০২২-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের সবাই পদত্যাগ করায় উক্ত পর্ষদকে নোটিশ দেয়ার সুযোগ নেই। ফলে ই-ক্যাবে ২০২২-২০২৪ মেয়াদি কোন পরিচালনা পর্ষদ বর্তমানে নেই। তাই সংগঠনটির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।
এ পরিস্থিতিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদন সাপেক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে ই-ক্যাবের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।