ছবি: সংগৃহীত
প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২.৪৩ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ২.৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ সিস্টেম অনুযায়ী এ পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। গত জুলাই থেকে আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ প্রবাসী আয়ের প্রবৃদ্ধি।
মুখপাত্র আরও বলেন, সংকট কাটতে শুরু হওয়ায় ব্যাংকগুলো নিজেরাই ডলার ক্রয়-বিক্রয় করতে পাড়ছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে আছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য বর্তমানে এক শতাংশেরও কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকায় বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।