ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের অসন্তোষের মুখে ৫৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে ডিইপিজেডসহ বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। এদিকে শিল্প এলাকায় নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজিএমইএ জানায়, আশুলিয়া এলাকার ২৭২টি রফতানিমুখী পোশাক কারখানার মধ্যে ৫৫টি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বন্ধ রয়েছে। আর ২১৭টি পোশাক কারখানা স্বাভাবিক উৎপাদনে চলছে।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সাত দিনের মধ্যে সব কারখানা বন্ধ করে দেয়া হবে।
পারভেজ বলেন, দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সরকার কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সাত দিনের জন্য সব কারখানা বন্ধ থাকবে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন বিভিন্ন পর্যায়ে আলোচনা সত্ত্বেও দেশের পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারেনি। এদিকে বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। .
একই দিনে সন্ধ্যায় কীভাবে শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা যায়, গ্রাহকদের প্রতিশ্রুতি রক্ষায় কীভাবে পণ্য সরবরাহ করা যায়; পোশাক শিল্পের উদ্যোক্তারা এ দুটি বিষয় নিয়ে আলোচনা করেন।
গত মাসের শেষ দিকে হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশের প্রধান রফতানিখাত। পরবর্তীকালে এ পরিস্থিতি মোকাবেলায় শ্রমিক, মালিক, সরকার ও স্থানীয় রাজনীতিবিদদের প্রচেষ্টা সত্ত্বেও কারখানাগুলো আর স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।