ফাইল ছবি
এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূঁইয়া। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ। যা আদায়ের বিষয়ে বেশি শুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, দেশ থেকে পাচারের টাকা উদ্ধার এবং পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, এনপিএল আদায় যেন সহজ হয় সে বিষয়টি গভর্নরকে বলা হয়েছে। এটা বাস্তবায়ন হলে তারল্য সংকোট কেটে যাবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।