Apan Desh | আপন দেশ

রিজার্ভের পরিমাণ জানালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৪

রিজার্ভের পরিমাণ জানালো বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বা ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার বা ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

এর বাইরে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের নিচে। ব্যবহারযোগ্য বলতে সব দায়দেনা বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা ব্যবহার করার মতো রিজার্ভ।

চলতি মাসের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো। ফলে এ মাসেই আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। 

তারা জানান, বৈধ পথে রেমিট্যান্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিট্যান্স আসার গতি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়