Apan Desh | আপন দেশ

তিন মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ১ অক্টোবর ২০২৪

তিন মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩ শতাংশ

ফাইল ছবি

চলতি অর্থবছরে জুলাই-সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩.৩৪ শতাংশ বা ১৬৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৮০.২২ শতাংশ।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে দেশে এসেছিল ৪৯০ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার। আর চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে দেশে এসেছে ৬৫৪ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩.৩৪ শতাংশ।

এদিকে, সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের সেপ্টেম্বরে দেশে এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০.২২ শতাংশ বা ১০৭ কোটি ৪ লাখ ৪০ হাজার ডলার।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়