Apan Desh | আপন দেশ

মাতারবাড়ী সমুদ্রবন্দর নির্মাণ করবে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:১৪, ৭ অক্টোবর ২০২৪

মাতারবাড়ী সমুদ্রবন্দর নির্মাণ করবে জাপান

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ পাচ্ছে জাপান। এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, মাতারবাড়ী সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এটি অন্তবর্তী সরকারের সবচেয়ে বড় প্রকল্প। কোন দেশ এটি নির্মাণ করবে তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। সব যাচাইবাছাই শেষে জাপানকে কাজ দেয়া হচ্ছে। এতে ব্যয় হবে ২৪ হাজার কোটি টাকা। প্রকল্পে আংশিক ঋণ দেবে জাপান। তাদের ঋণের শর্ত ভালো। প্রকল্পে অনিয়ম হলে তা বিচারের জন্য দেশটিতে আইনি কাঠামোও বেশ শক্ত বলে জানান এ উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় ২৪ হাজার ৪১২ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা উপদেষ্টা জানান, আগে থেকে চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আগেও ব্যয় খতিয়ে দেখা হচ্ছে। বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা গাড়ি কেনার চেয়ে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধি, পার্ক ও লাইব্রেরি নির্মাণ, জলাধার তৈরির উদ্যোগ নেয়া হবে। সরকারি প্রকল্পের আওতায় সারাদেশে কতগুলো গাড়ি কেনা হয়েছে। সেগুলো কোথায় আছে। কীভাবে ব্যবহার হচ্ছে সব খতিয়ে দেখবে সরকার।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়