Apan Desh | আপন দেশ

মূল্যস্ফীতি কমতে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ৯ অক্টোবর ২০২৪

মূল্যস্ফীতি কমতে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

সরকার জিনিসপত্রের দাম কমানোর চেষ্টা করছে। তবে এর প্রভাব পড়তে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মূল্যস্ফীতি একদিনে বাড়েনি, কমতেও সময় লাগবে।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সব কথা বলেন। 

তিনি জানান, মূল্যস্ফীতি ইতিমধ্যে ১ শতাংশ কমেছে। সরকারের পদক্ষেপে এ ফল এসেছে। তিনি উল্লেখ করেন, চিনির ওপর শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। যা বাজারে দাম কমাতে সহায়তা করবে।

এনবিআর জানায়, অপরিশোধিত চিনির আমদানি খরচ কেজিতে ১১ টাকা ১৮ পয়সা এবং পরিশোধিত চিনির খরচ কেজিতে ১৪ টাকা ২৬ পয়সা কমবে। শুল্ক কমানো চিনি চোরাচালানেও নিরুৎসাহিত করবে।

উপদেষ্টা বলেন, ধৈর্য হারাবেন না। দ্রুত পণ্যের দাম কমে আসবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়