ফাইল ছবি
চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। সরকারের সিদ্ধান্তে ব্যাংকটিকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয়েছে। শর্ত হলো আয়কর রিটার্ন দাখিল করা।
একইভাবে অলাভজনক ধর্মীয় সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনও দান হিসেবে প্রাপ্ত আয় থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত কর অব্যাহতি লাভ করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
গ্রামীণ ব্যাংক, যা নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৮ বছর ধরে এর ব্যবস্থাপনা পরিচালনা করেছেন। ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, আয়কর আইন, ২০২৩-এর আওতায় গ্রামীণ ব্যাংকের আয়কে আয়করমুক্ত ঘোষণা করা হল। যা ৩১ ডিসেম্বর, ২০২৯ পর্যন্ত বলবৎ থাকবে। গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কর অব্যাহতি সুবিধা ভোগ করছে।
অপরদিকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন সাম্প্রতিক বন্যার সময় ত্রাণ কার্যক্রমে ভূমিকা রেখে বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ অলাভজনক ধর্মীয় সংস্থাটি শিক্ষা, মানবকল্যাণ এবং দাওয়াতের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বর্তমানে এর চেয়ারম্যান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।