ফাইল ছবি
বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে। সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পর কিছুটা দরপতন হলেও বর্তমানে ফের বাড়ছে দামি এ ধাতুটির মূল্য। দুদিনের মধ্যে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৫০ ডলার।
সোনার দাম বাড়ার প্রবণতা
চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ছিল ২,২৯৩ ডলার, যা ১৬ জুলাই ২,৪৬৮ ডলারে পৌঁছে।
এরপর, ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ২,৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে। ২৬ সেপ্টেম্বর সোনার দাম আরও বেড়ে ২,৬৮২ ডলারে উঠে। যা এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
দরপতন ও পুনরুদ্ধার
এই রেকর্ডের পর সোনার দাম কমার প্রবণতা দেখা দেয়। ১ অক্টোবর এটি ২,৬৩১ ডলারে নেমে আসে। ১০ অক্টোবর লেনদেনের এক পর্যায়ে দাম ২,৬০৬ ডলারে পৌঁছে। তবে দিনশেষে সোনার দাম আবার বাড়তে শুরু করে এবং ১১ অক্টোবরের শেষে প্রতি আউন্স দাম দাঁড়ায় ২,৬৫৭ ডলারে। যা আগের দিনের তুলনায় ২৩.৮৫ ডলার বা ০.৯১ শতাংশ বেড়েছে।
দেশের বাজারে প্রভাব
বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যে গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৫৯ টাকা কমিয়ে ১,৩৭,৪৪৯ টাকা নির্ধারণ করা হয়।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২০১ টাকা কমে ১,৩১,১৯৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৮ টাকা কমে ১,১২,৪৫৩ টাকা হয়।
এছাড়া, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৭৪ টাকা কমিয়ে ৯২,২৮৬ টাকায় নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ দাম
এ দাম কমানোর আগে, ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ৩,৪৪৪ টাকা বাড়িয়ে ১,৩৮,৭০৮ টাকা করা হয়। ২১ ক্যারেটের সোনার দাম ২,৮৯৩ টাকা বাড়িয়ে ১,৩২,৩৯৮ টাকায় নির্ধারণ করা হয়।
বর্তমানে দেশের বাজারে সোনার দাম একই আছে, যা সোনার সর্বোচ্চ দাম হিসেবে গণ্য হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।