Apan Desh | আপন দেশ

এমডিবিহীন চলছে সরকারি ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ১৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:১১, ১৫ অক্টোবর ২০২৪

এমডিবিহীন চলছে সরকারি ৬ ব্যাংক

ফাইল ছবি

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই চলছে সরকারি ৬ ব্যাংক। ব্যাংকগুলো হলো-  সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। প্রায় এক মাস ধরে এ ৬ ব্যাংক এমডি ছাড়া কার্যক্রম পরিচালনা করে আসছে।

 গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করা হয়। একই সঙ্গে ব্যাংকগুলোর চেয়ারম্যানরা দ্রুত নতুন এমডি নিয়োগের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা যত দ্রুত সম্ভব এমডির শূন্য পদ পূরণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, তারা আনুষ্ঠানিকভাবে নতুন এমডি নিয়োগের অনুরোধ করেছেন। একই সঙ্গে অর্থ উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি বিবেচনা করা হবে।

১৯ সেপ্টেম্বরের চিঠির পর থেকে এমডিদের আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করেছে। যার ফলে ব্যাংকগুলো তাদের শীর্ষ নির্বাহীদের ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়