ছবি সংগৃহীত
কৃষকের কাছ থেকে সরাসরি সবজি সংগ্রহ করছে সুপারশপ স্বপ্ন। এছাড়া ক্রেতাদের খানিকটা স্বস্তি দিতে বাজারের চেয়ে কম দামে সবজি বিক্রি করছে।
শনিবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাসরি কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে বাজারের চেয়ে কম দামে বিক্রি করছে সুপারশপ স্বপ্ন। পণ্যগুলোর মেধ্য কাঁচা কলা প্রতিপিস ৬ টাকা, প্রতি কেজি ঢ্যাঁড়স ৫৮, শসা ৬০, পটোল ৬৫, কাঁচা পেঁপে ৩৫, বেগুন (লম্বা) ৯৫, প্রতি পিস লাউ ৭০ এবং প্রতি আঁটি কলমিশাক ১৫ টাকায় বিক্রি করবে।
এ বিষয়ে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে। ক্রেতাদের খানিকটা স্বস্তি দিতে সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আটটি সবজি দিয়ে উদ্যোগটি শুরু হয়েছে। সামনে পরিসর আরও বাড়বে।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।