ফাইল ছবি
আগের সরকারের আমলে রিজার্ভ কমছিল, এখন পরিস্থিতি ইতিবাচক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রোববার (২০ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার করে কমে আসছিল। তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে।
তিনি আরও বলেন, ঋণ পরিশোধে অর্থনীতির চাপ কমবে। কেন্দ্রীয় ব্যাংক ১০ বিলিয়ন ডলার ঋণের প্রস্তুতি নিচ্ছে। তবে বৈদেশিক ঋণ ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা উদ্বেগের বিষয়।
শুধু গত দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক ১.৮ বিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে। অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন থেকে ৭০০ মিলিয়ন ডলারে নামানো হয়েছে। গত ৮ অক্টোবর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৮২ বিলিয়ন ডলারে। মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গভর্নর আহসান এইচ মনসুর জানান, আগামী দুই মাসের মধ্যে ঋণ পরিশোধের লক্ষ্য রয়েছে। ঋণ পরিশোধ করলে বাজারে তারল্য পরিস্থিতি উন্নতি হবে।অর্থনীতির ওপর চাপ কমলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে। কেন্দ্রীয় ব্যাংক ১০ বিলিয়ন ডলার ঋণের প্রস্তুতি নিচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।