Apan Desh | আপন দেশ

এমডি পেল রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৫১, ২১ অক্টোবর ২০২৪

এমডি পেল রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

ফাইল ছবি

দীর্ঘদিন পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল সরকারি ও বিশেষায়িত ৬ ব্যাংক। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। ব্যাংকগুলো হলো অগ্রণী, সোনালী, জনতা, রূপালী, বিডিবিএল, বেসিক ব্যাংক।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়িত্ব থেকে অপসারণ করা হয়। এরপর টানা আড়াইমাস নতুন নিয়োগ দেয়া হয়নি প্রতিষ্ঠানগুলোতে।

এ নিয়ে অর্থ উপদেষ্টা গভর্ণরের সঙ্গে দফায় দফায় সভাও করা হয়। প্রতিটি ব্যাংকের জন্য ৪/৫জনের নাম প্রস্তাবে আসে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হয়। আজ তা প্রকাশ করা হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ থেকে। 

ওই বিভাগের অতিরিক্ত সচিব (রুটিন দায়িত্বে) অমল কৃষ্ণ মণ্ডলের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এমডিদের নাম, বর্তমান ও অতীত কর্মস্থল। 

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক লিমিটেড রাষ্ট্রমালিকানাধীন ৬ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওগণের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে উক্ত ৬ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদ শূন্য রয়েছে। ১৬ অক্টোবর উক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে জুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাছাই কমিটির সভা হয়। কমিটির সভায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের জন্য যাদের মূল ব্যাংক রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এমন ৪ জন কর্মরত ব্যবস্থাপনা পরিচালক, অবসরপ্রাপ্ত ১ জন এমডি ও ২৫ জন ডিএমডির জীবনবৃত্তান্ত ও সংশ্লিষ্ট তথ্য এবং রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ফিডার পদের শর্ত পূরণকারী ৯ জন উপব্যবস্থাপনা -পরিচালকদের মধ্য থেকে জ্যেষ্ঠতা, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, ব্যাংকে চাকরিকাল, কর্ম অভিজ্ঞতা, বার্ষিক গোপনীয় অনুবেদন, মামলা সংক্রান্ত তথ্য ও বিশেষ সংস্থা হতে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদন ইত্যাদি বিশ্লেষণপূর্বক নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে রাষ্ট্রমালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য সপারিশ করা হয়। 

প্রজ্ঞাপননে জানা যায়, সোনালী ব্যাংক পিএলসির এমডি হলেন মোঃ শওকত আলী খান। তিনি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকে। মোঃ মজিবর রহমান হলেন জনতা ব্যাংকের এমডি। তিনি ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। মোঃ আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংক পিএলসির এমডি হলেন। তিনি ডিএমডি হিসেবে অগ্রণী ব্যাংক থেকে অবসরে যান। রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পেলেন মোঃ আঃ রহীম। তিনি কৃষি ব্যাংকে ছিলেন। মোঃ জসীম উদ্দিন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিপি) এমডি হলেন। তিনি ছিলেন জনতা ব্যাংক পিএলসিতে। আলোচিত বেসিক ব্যাংকের এমডি পদে আসলেন মোঃ কামরুজ্জামান খান। তিনি এর আগে জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন।

আপন দেশ/এবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়