Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১২, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:২২, ২৬ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর: ফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আমেরিকার একটি আদালত। তবে তাদের সে পরোয়ানা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুকে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি চুক্তি বাতিলের কারণে স্মিথ কোজেনারেশন যুক্তরাষ্ট্রের আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে। ১৯৯৭ সালে তাদের সাথে বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। উত্তরাঞ্চলে একটি বার্জ-মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি প্রদান করা হয়। দীর্ঘ ২৫ বছর পর ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট একটি এখতিয়ার বহির্ভূত রায় প্রদান করে। যা বর্তমানে স্থগিত করা হয়েছে। 

এর আগে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক কার্ল জে নিকোলস স্মিথ মার্কিন মার্শাল সার্ভিসকে সালেহউদ্দিন ও আহসান মনসুরকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়