ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার পাচার করেছেন হাসিনার দোসররা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) এ তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ ধনকুবের ও ব্যবসায়ীরা এ কাজ করেছেন। তারা দেশের একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে টাকাগুলো পাচার করেছেন।
এফটিকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় পরিসরের ব্যাংক ডাকাতি। এরকম মাত্রায় ডাকাতি অন্য কোথাও হয়নি। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা সহায়তায় এ টাকা পাচার হয়েছে।
বিশেষ করে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। গভর্নর বলেন, এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা এ কাজ করেছেন। তারা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর দেশের ব্যাংক থেকে অন্তত ১০ বিলিয়ন ডলার পাচার করেছে।
তবে সাইফুল আলমের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সুলিভান এক বিবৃতিতে জানায়, এস আলম গ্রুপ গভর্নরের সকল অভিযোগ অস্বীকার করেছে। এ অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছে তারা।
আপন দেশ/নিরব
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।