Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারের সমস্যা সমাধানের চেষ্টা করবো: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:১৮, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৪২, ৩০ অক্টোবর ২০২৪

শেয়ারবাজারের সমস্যা সমাধানের চেষ্টা করবো: অর্থ উপদেষ্টা

বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা: ছবি আপন দেশ

শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করবো। এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক করেন তিনি। পরে দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারবাজারের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করবো। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করা হবে। যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেয়ার জন্য। মিডিয়াম ট্রাম্প ও লং ট্রাম্প পরিকল্পনা হাতে নেয়া হবে।

অর্থ উপদেষ্টা আরো বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট সেটাই দিতে সম্ভব হবো।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, গতকাল সাংবাদিকদের সঙ্গে যে-সব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থমন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে।

তিনি আরো বলেন, উনি শুধু আমাদের সঙ্গে নয় তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়