ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সার্কফাইন্যান্স নেটওয়ার্কের নতুন চেয়ারপারসন হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৪৬তম সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপ মিটিংয়ে তাকে এ দায়িত্ব দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক আগামী এক বছরের জন্য (নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫) সার্কফাইন্যান্সের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব পালন করবে। শ্রীলঙ্কার কাছ থেকে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
জুন ২০২৪-এ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪৫তম সার্কফাইন্যান্স মিটিংয়ে এ দায়িত্ব নেয়ার সম্মতি জানায় গভর্নর।
সার্কফাইন্যান্স নেটওয়ার্ক প্রতিবছর সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নর ও অর্থ সচিবদের নিয়ে দু’টি মিটিং আয়োজন করে। এর মধ্যে একটি সাধারণত চেয়ার কান্ট্রিতে এবং অন্যটি বিশ্বব্যাংক-আইএমএফ’র অক্টোবর/নভেম্বর মিটিংয়ের সাইডলাইনে হয়
১৯৯৮ সালে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এ নেটওয়ার্ক গঠিত হয়। নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সামষ্টিক অর্থনীতির খাতসমূহে নীতি নির্ধারণে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করা।
ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক এ নেটওয়ার্কের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আশা করা হচ্ছে, তার নেতৃত্ব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।