Apan Desh | আপন দেশ

আমন ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫৭, ৬ নভেম্বর ২০২৪

আমন ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

ফাইল ছবি

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। এ তথ্য জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তিনি এ কথা জানান। 

খাদ্য সচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে। আর আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্যরা। দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়