রাজধানীতে শুরু হচ্ছে সুলভ মূল্যে ডিম বিক্রি। ফাইল ছবি
রাজধানীতে শুরু হচ্ছে সুলভ মূল্যে ডিম বিক্রি। রোববার (১০ নভেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুলভমূল্যে ডিম বিক্রি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (৯ নভেম্বর) এফডিসিতে আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্কে’র বিষয় ছিল ‘বাজার অস্থিরতা’। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
সেখানে তিনি জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।
এ সময় তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে- এমনটাই তার প্রত্যাশা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।