Apan Desh | আপন দেশ

কমদামে সরকারি ডিস মিলবে যেসব মার্কেটে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১১:৫০, ১০ নভেম্বর ২০২৪

কমদামে সরকারি ডিস মিলবে যেসব মার্কেটে

ফাইল ছবি

রাজধানীর ১৩ স্থানে কম দামে ডিম পাওয়া যাবে আজ থেকে। উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করা হবে। দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলবে। তত্বাবধান করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে এবং দুই সিটি কর্পোরেশন।

ঢাকা উত্তর সিটির তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া ও চিটাগাংরোডসহ মোট ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি হবে।

এরমধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন সাড়ে ছয় লাখ করে মোট ১৩ লাখ এবং বাকি ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বন্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে। জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও কর্পোরেট), এজেন্ট-ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতিসহ সংশ্লিষ্ট দফতর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ৬ নভেম্বর ভোক্তা অধিদফতরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরীক্ষামূলকভাবে ডিম সরবরাহ করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি চাহিদা কম থাকাকালীন ডিম সংরক্ষণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ডিম সংরক্ষণ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রণয়নের জন্য কাজ সম্পর্কে আলোচনা হয়। অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে অধিদফতরের মহাপরিচালক বলেন, বর্তমান সংকট কাটাতে সরকার আমাদের ডিম আমদানির অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজার থেকেই দেশের চাহিদা সম্পূর্ণভাবে মেটানো, যেটা আমাদের পক্ষে সম্ভব বলে আমরা মনে করি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়