Apan Desh | আপন দেশ

এবার মোবাইল নম্বর ভেরিফিকেশন করবে আরজেএসসি 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৩৯, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:১২, ১৮ নভেম্বর ২০২৪

এবার মোবাইল নম্বর ভেরিফিকেশন করবে আরজেএসসি 

ছবি: আপন দেশ

জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর ভেরিফিকেশন চালু করেছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি)। সম্প্রতি বিটিআরসি-এর সঙ্গে দুইটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রতিষ্ঠানটির। যার মাধ্যমে এটি কার্যকর হবে।

এ চুক্তির মধ্যে প্রথমটি হলো মোবাইল নম্বর ভেরিফিকেশন। দ্বিতীয়টি লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সম্পর্কিত।

গত ১০ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ চুক্তি সই হয়। বিটিআরসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, এনডিসি, পিএসসি, টিই ও আরজেএসসি এর পক্ষে রেজিস্ট্রার মো. মিজানুর রহমান এনডিসি, (অতিরিক্ত সচিব) নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

এলএমএস চুক্তির মাধ্যমে বিটিআরসি থেকে লাইসেন্সধারী কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের তথ্য রিয়েল-টাইমে শেয়ার হবে। একইসঙ্গে আরজেএসসি নিবন্ধন আবেদন ও পরবর্তী আবেদনে শেয়ারহোল্ডার ও পরিচালকদের মোবাইল নম্বরের মাধ্যমে প্রাক-যাচাই করতে পারবে। এতে আরজেএসসির পেপারলেস প্রক্রিয়া দ্রুত হবে। যা ইইউএসএআইডি: ফিড দ্য ফিউচার দ্বারা তৈরি নতুন সিস্টেমের শ্লোগান।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক বলেন, বিটিআরসি ও আরজেএসসি এর মধ্যে এ সহযোগিতা ডিজিটাল গভর্নেন্সে উদ্ভাবনের একটি নতুন যুগ তৈরি করবে। এ প্রযুক্তির ব্যবহারে আমরা সেবাগ্রহিতাদের নির্বিঘ্নে, নিরাপদে পরিষেবা প্রদান করতে পারবো। 

আরজেএসসি-র রেজিস্ট্রার বলেন, এ দুটি চুক্তি আমাদের পরিষেবাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত গ্রাহক সেবা প্রদান করবে। যা পেপারলেস অফিস বাস্তবায়ন এবং বিশ্বব্যাংকের ব্যবসা শুরুর সূচকে বাংলাদেশের র‌্যাংকিং উন্নয়ন করবে।

এ সময় বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান, উপপরিচালক মুহাম্মদ ফারহান আলম, আরজেএসসির উপনিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার জিকরা আমিন পিএএ, সহকারী নিবন্ধক রকিব আহমেদ রনী, অনন্ত কুমার পাল উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়