Apan Desh | আপন দেশ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৪

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই রয়েছে। এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে শ্রম অধিকার বিষয়ে ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বৈঠকে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা রয়েছে। সে সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়