Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ সমাবেশ, স্বৈরাচার দোসরদের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪১, ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ সমাবেশ, স্বৈরাচার দোসরদের অপসারণের দাবি

সমাবেশে বক্তব্য রাখছেন নেতারা। ছবি- আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরসহ আওয়ামী লীগের দোসরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকের সর্বদলীয় কর্মকর্তা-কর্মচারীরা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্ণর হলেন নূরুন নাহার ও হাবিবুর রহমান। স্বৈারচার আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নিযুক্ত করা হয়।

রোববার (২৩ নভেম্বর) বেলা তিনটার দিকে কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবন সামনে সর্বদলীয় কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে তারা গভর্ণনরের সঙ্গে দেখা করেন দাবি-দাওয়া জানান। 

কর্মসূচিতে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে কেন্দ্রীয় বাংকে দুই গভর্ণর ছাড়াও অনেক পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা লুটেরাদের হয়ে নানান অপকর্ম করেছে, ব্যাংখাতকে তছনছ করেছে। আাজকের ব্যাংখ্যাতের এ দুরবস্থার জন্য শেখ হাসিনার দোসররাই দায়ী। দোসরদের সবাইকে অপসারণ করতে হবে। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গড়তে দেশকে দোসরমুক্ত করতে হবে। 

বক্তরা বলেন, ইতোমধ্যে কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। সেখানেও নানা কায়দা-কৌশল করে দোসররা জায়গা করে নিয়েছে। তাদেরকেও অপসারনের দাবি জানানো হয় সংক্ষিপ্ত সমাবেশ থেকে। 

বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আনিসুর রহমান, পরিচালক বায়জিদ সরকার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক রিদওয়ানুল কবির নাহিদ প্রমুখ।

আরও পড়ুন<<>> বিতর্কিত দুই ডেপুটি গভর্নরের কারিশমা, ঝুঁকিতে কেন্দ্রীয় ব্যাংক

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি টিম দুই ডিজির পদত্যাগের আল্টিমেটলি দেন।
সাক্ষাতের সময় গভর্নর নেতৃবৃন্দদের বলেন, আপনারা ধৈর্য্য ধরুন। বিষয়টি দেখছি।

এদিন দুই দফায় ডিজি নূরুন নাহারের সঙ্গেও দেখা করেন কর্মকর্তা-কর্মচারীরা। তার কাছেও একই দাবি জানানো হয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়