Apan Desh | আপন দেশ

এস আলমসহ তার পরিবারের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৩৯, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪

এস আলমসহ তার পরিবারের বিরুদ্ধে সমন জারি

ফাইল ছবি

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। 

গ্রুপটির চেয়ারম্যান মো. সাইফুল আলমের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার কোটি ৯৬ লাখ শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই নিষেধাজ্ঞা তার ভাই আব্দুস সামাদের আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুই কোটি ৪৬ লাখ শেয়ারের ক্ষেত্রেও দেয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এর আগে এক হাজার ৯৬৩ কোটি টাকা খেলাপি হওয়ায় গ্রুপটির প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক।

মামলাটি আমলে নিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, তার স্ত্রী, চার ভাই, ভাইয়ের স্ত্রী ও এক পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন আদলত।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম বলেন, এস আলম গ্রুপের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে এক হাজার ৯৬৩ কোটি টাকার ঋণ খেলাপি মামলা  করেছে জনতা ব্যাংক।

মামলায় গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই মোহাম্মদ রাশেদুল আলম, মো. আবদুল্লাহ হাছান, আব্দুস সামাদ (লাবু) ওসমান গণি, মো. শহিদুল আলম, ভাইয়ের স্ত্রী শাহানা ফেরদাউস ও গ্লোবাল ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুছ ছবুর ও পরিচালক মিশকাত আহমদকে বিবাদী করা হয়েছে।

গ্লোবাল ট্রেডিং করপোরেশন ছাড়াও মামলায় গ্রুপটির আরও ১৩ প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়