Apan Desh | আপন দেশ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১২ ব্যাংকে রেমিট্যান্স আসেনি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২২, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩০, ৮ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১২ ব্যাংকে রেমিট্যান্স আসেনি

ফাইল ছবি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৮১ লাখ ডলার। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১২ ব্যাংকে রেমিট্যান্স আসেনি। যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ১২ ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে। একটি বিশেষায়িত ব্যাংক, ৬টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

ডিসেম্বরের  প্রথম ৭ দিনে যেসব ব্যাংকে রেমিট্যান্স আসেনি। এর মধ্যে হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।
 
এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকেও।
 
এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়