
ছবি: সংগৃহীত
নতুন টাকার বৈশিষ্ট্য ও নকশা পরিবর্তন করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ছবি স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম পর্ষদ সভায় এ প্রস্তাব অনুমোদন হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সভায় ২০২৬ সালের জুনে সীমান্ত ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটি প্রতিষ্ঠার ৫ বছরের মধ্যে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়ার বাধ্যবাধকতা আরেক দফা শিথিল করা হলো। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ব্যাংকটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে অদ্যাবধি শেয়ারবাজারে আসতে পারেনি। এরই মধ্যে আরেক দফা সময় বাড়ানো হলো।
এদিকে, নতুন ১৩ ব্যাংকের মুনাফার ১০ শতাংশ সিএসআর বা সামাজিক দায়বদ্ধতা বাবদ ব্যয় থেকে অব্যাহতির প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ। এর অর্থ হলো ওই ব্যাংকগুলোকে সিএসআর ব্যয় করতে হবে। তবে পর্ষদ সভায় এ সম্পর্কিত নীতিমালা সংশোধন করতে পরামর্শ দিয়েছে।
পর্ষদ সভায় সোনালী ব্যাংকে রক্ষিত পায়রা বন্দরের ইউরো মুদ্রায় আমানতের সুদহার না বাড়ানোর পক্ষে মত দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রস্তাব অনুমোদন করে পর্ষদ। এছাড়াও সভায় বাংলাদেশ সিকিউরিটিজ প্রিন্টিং করপোরেশন কর্তৃক সরাসরি নিয়োগ কার্য্যক্রম পরিচালনা করার অনুমোদন দেয়া হয়।
সভার শুরুতে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণ করেন পর্ষদ সচিব ফোরকান হোসেন। এ সময় তিনি ব্যাংক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পূনর্গঠন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও তুলে ধরেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।