Apan Desh | আপন দেশ

ট্যাক্স রেভিনিউ বাড়ানো না হলে দেশ বিপদে পড়বে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৯, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪

ট্যাক্স রেভিনিউ বাড়ানো না হলে দেশ বিপদে পড়বে: অর্থ উপদেষ্টা

এনবিআর আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ট্যাক্স রেভিনিউ বাড়ানো না হলে দেশ বিপদে পড়বে। দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে। এ মন্তব্য করেছেন আশঙ্কা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আর কতকাল শিশুকে লালন করব? সুরক্ষা দেয়ার দিন চলে গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ানো হয়, তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ব। ভ্যাট অব্যাহতি ও ইনসেনটিভ দিয়ে আমরা পঞ্চাশ বছর ধরে শিশুদের মতো লালন করেছি। আর কতকাল এভাবে চলবে?

অর্থ উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। তবে সে লক্ষ্য অর্জন করতে হলে এখনই কর প্রদান বাড়াতে হবে। না হলে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না। তিনি সকলের কাছে আহবান জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিককে তার সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে।

এসময় তিনি এনবিআরের কর্মকর্তাদেরও নির্দেশ দেন, করদাতাদের প্রতি সদয় হোন। তাদের কষ্টের কথা শুনুন। প্রয়োজনীয় সহায়তা দিন। জোরপূর্বক কর আদায় করবেন না।

অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সভায় বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এ সমস্যা মোকাবিলায় এনবিআর আরও কাজ করবে। তিনি বলেন, রেভিনিউ না বাড়ালে আমাদের ঋণের বোঝা বেড়ে যাবে। যা উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করবে।

এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমান বলেন, ভ্যাট সংগ্রহের ক্ষেত্রে ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠা বাড়াতে হবে। তিনি আরও বলেন, ভ্যাটের রেট না বাড়িয়ে এর ক্ষেত্র আরও বিস্তৃত করার প্রস্তাব এনবিআরকে দিতে হবে।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আমাদের মূল সোর্স হচ্ছে ভ্যাট ও আয়কর। ব্যবসায়ীরা ভ্যাট কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করেন। তবে আমরা দেখছি, ভ্যাট আদায়ে বড় ধরনের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, রেজিস্টার্ড ভ্যাট পেয়ার ৫ লাখ থেকে ২০-২৫ লাখ করার সুযোগ রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়