Apan Desh | আপন দেশ

দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১৫ ডিসেম্বর ২০২৪

দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা

পুরোনো ছবি

ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

ডিসেম্বরের ১৪ দিনের প্রতিদিন গড়ে এসেছে নয় কোটি ৮৬ কোটি  ৬৮ হাজার ৫৭১ ডলার, যা আগের মাস বা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।

আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৭০০ হাজার  ডলার। আগের বছরেই ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি পাঁচ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮০ হাজার ডলার।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়