
ফাইল ছবি
তারল্য সংকটে পড়ায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এ পরিমাণ অর্থ ৪ শতাংশ সুদে ৫ বছরের জন্য চাওয়া হয়েছে। যাতে ব্যাংকটির পরিস্থিতি উন্নতি হয়। গ্রাহকদের চাহিদা মেটাতে কোন সমস্যা সৃষ্টি না হয়।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আমাদের ব্যাংকের অবস্থা সবারই জানা। আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। অনেক গ্রাহক আমাদের কাছ থেকে টাকা তোলার জন্য আসছেন। সে জন্য ভবিষ্যতে এমন চাপ বাড়লে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সে কারণে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ সহায়তা চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি দুর্বল ব্যাংকগুলোর মধ্যে থাকা বেসরকারি পদ্মা ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১ হাজার ৩০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল। এছাড়া চলতি বছরের নভেম্বরে সংকটে থাকা ছয়টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা প্রদান করেছে।
তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে— তেমনি সে টাকা বাজার থেকে তুলেও নেয়া হবে। ফলে 'মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাওয়া হচ্ছে না' বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।