Apan Desh | আপন দেশ

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়াল 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়াল 

ফাইল ছবি

দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানোর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ ২৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার হতে বেড়ে ২০ বিলিয়ন ডলারের (২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) ওপর পৌঁছেছে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে।

এছাড়া ১৯ ডিসেম্বর দেশের মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

চলতি মাসের ২১ দিনে ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা গেছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও রিজার্ভ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেছে। বিশেষ করে ডলারের দাম ১২০ টাকায় থাকায় প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এ প্রবাহ রিজার্ভ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়