Apan Desh | আপন দেশ

রূপালীর এমডি হলেন সেই ওয়াহিদুল, বেতন-ভাতা ৬ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০০:০০, ২৫ ডিসেম্বর ২০২৪

রূপালীর এমডি হলেন সেই ওয়াহিদুল, বেতন-ভাতা ৬ লাখ

কাজী মো. ওয়াহিদুল ইসমলাম

ছয় লাখ টাকা বেতন ভাতায় সেই কাজী ওয়াহিদুল ইসলাম সরকারি ব্যাংক রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলে। তার নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রূপালী ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক পত্রে এমডির নিয়োগ অনুমোদনের বিষয়টি জানায় বাংলাদেশ ব্যাংক।

ওই পত্রে বলা হয়েছে, কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কাজী মো. ওয়াহিদুল ইসলামকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। তার বেতন-ভাতার ওপর পরিশোধযোগ্য আয়কর তিনি নিজে বহন করবেন।

আরও পড়ুন<<>> বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা কাজী ওয়াহিদ হচ্ছেন রূপালী ব্যাংকের এমডি!

গত ১২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কাজী ওয়াহিদুল ইসলামকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রূপালী ব্যাংক দিয়েই ব্যাংকার হিসেবে হাতেখড়ি কাজী ওয়াহিদুলের। ফিরলেন রূপালীতেই। 

স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)—এ ছয় ব্যাংকের এমডিদের অপসারণ করা হয়। তখন রূপালী ব্যাংকের এমডি পদে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর। তার স্থলে নিয়োগ চূড়ান্তের পথে ছিলো আব্দুর রহীমের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লেখার অভিযোগে তা বাতিল করা হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত এমডি কাজী ওয়াহিদুল ইসলামও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়