Apan Desh | আপন দেশ

ভারত থেকে এলো ২৫ হাজার টন চাল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৪

ভারত থেকে এলো ২৫ হাজার টন চাল

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান এসেছে আজ। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে।ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা ‘বিলাইস সিটি’র পতাকাবাহী জাহাজ থেকে আগামী আট দিন চাল খালাস চলবে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, খাদ্য নিরাপত্তায় দেশের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আমদানি করা এ চাল বাজারে দাম কমাতে ভূমিকা রাখবে। 

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান বলেন, মজুদ বাড়াতে সরকারি পর্যায়ে ‘জি টু জি’ চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হবে। প্রথম চালানে প্রায় ২৫ হাজার মেট্রিক টন চাল এলেও বাকি চাল ১০-১২ দিনের মধ্যে দেশে আসবে। 

তিনি বলেন, চালের দাম যখন ঊর্ধ্বমুখী সে সময়ে আমদানি করা এ চাল অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে সহযোগিতা করবে। 

তিনি জানান, সরকার দেশে চালের মজুদ বাড়াতে ‘জি টু জি’ চুক্তির মাধ্যমে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে চাল আমদানির চেষ্টা করছে। 

সেভেন সি শিপিং লাইন্সের শিপিং লাইন এজেন্ট মো. আলী আকবর জানান, কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে প্রতিদিন তিন হাজার মেট্রিক টন করে চাল খালাস হবে। সে হিসেবে আমদানি করা চাল খালাস হতে আট থেকে ১০ দিন সময় লাগবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়